ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোয়ারিঘাটের একটি জুতার গোডাউনে অগ্নিকান্ড

প্রকাশিত: ০৯:৪১, ৯ মার্চ ২০২০

সোয়ারিঘাটের একটি জুতার গোডাউনে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পুরান ঢাকার সোয়ারিঘাটের একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান, সোমবার বেলা পৌনে ১১টার দিকে সোয়ারিঘাটের চাম্পাতলী লেনের জুতার গোডাউন আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। পরে প্রায় আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনেন ফায়ার কর্মীরা। চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার জানান, সরু গলির ভেতরে একটি ভবনের দ্বিতীয় তলায় জুতার গুদামে আগুন লাগে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানান, ১৩ নম্বর চাম্পাতলী লেনের নিচতলায় ‘অবনী সু স্টোরের’ দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। নিচ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। নিজস্ব ভবনে ওই জুতার গুদাম ও দোকানের মালিক স্বপন। বাড়ির মালিকের ভগ্নিপতি শেখ ইউনূস জানান, ওই বাড়ির তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় তাদের পারিবারিক আবাস। পুলিশ জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস চলে আসায় আগুনের শিখা উপর দিকে উঠেনি। তাই হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।
×