ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাপিয়ার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের বিষয়ে তদন্ত করছে সিআইডি

প্রকাশিত: ০৯:১২, ৯ মার্চ ২০২০

পাপিয়ার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের বিষয়ে তদন্ত করছে সিআইডি

স্টাফ রিপোর্টার ॥ নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের বিষয়ে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সোমবার দুপুর দেড়টায় সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিআইডির অর্গানাইজড ক্রাইমের ডিআইজি ইমতিয়াজ আহমেদ এ কথা বলেন। পাপিয়ার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের যে অভিযোগ তদন্ত করছেন তার সঙ্গে স্বামী মতি সুমনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা- জানতে চাইলে ডিআইজি ইমতিয়াজ জানান, তদন্তকালীন বিষয়ে আমরা কিছু নাম পেয়েছি। তবে তদন্তের স্বার্থে সেগুলো বলা উচিত হবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)। তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।
×