ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস ॥ বাংলাদেশিদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২৩:২১, ৯ মার্চ ২০২০

করোনা ভাইরাস ॥ বাংলাদেশিদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের আপাতত কাতারে প্রবেশ করতে দেবে না দেশটির সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে রোববার এক ঘোষণায় জানিয়েছে কাতার সরকার। বাংলাদেশ ছাড়াও চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, সিরিয়া ও থাইল্যান্ডের নাগরিকরা আপাতত মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রবেশ করতে পারবেন না। বাংলাদেশে প্রথমবারের মত তিনজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর কাতার সরকারের এ ঘোষণা এলো। কাতারেও রবিবার আরও তিনজন নতুন রোগী ধরা পড়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মোট ১৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আলআরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
×