ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে হাজারো কন্ঠে ৭ মার্চের ভাষণ

প্রকাশিত: ০৬:২৯, ৭ মার্চ ২০২০

নড়াইলে হাজারো কন্ঠে ৭ মার্চের ভাষণ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ হাজারো কন্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ এবং জাতীয় সংগীত পরিবেশন করলেন নড়াইলবাসী। শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে শহরের শিল্পী সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে হাজারো কণ্ঠে এই ভাষণ এবং শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০/ ৮৫ ফুট বিশিষ্ট বাংলাদেশের মানচিত্র প্রদর্শন, ৬০/৩৬ ফুট বিশিষ্ট জাতীয় পতাকা প্রদর্শন,গণ সংগীত, কবিতা এবং অঅলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা পরিষদ এর চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার), নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু। এ সময় বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক,আইনজীবী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
×