ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে নারী-শিশু সুরক্ষায় সামাজিক আন্দোলন

প্রকাশিত: ০৬:২০, ৭ মার্চ ২০২০

জয়পুরহাটে নারী-শিশু সুরক্ষায় সামাজিক আন্দোলন

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাটে নারী-শিশু সুরক্ষা, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসীদের সমমর্যাদা প্রতিষ্ঠা ও উগ্র জঙ্গীবাদী রাজনীতি নিষিদ্ধের দাবিতে সামাজিক আন্দোলন গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আাজ শনিবার সম্মিলিত সামাজিক আন্দোলন জয়পুরহাট জেলা শাখা আয়োজিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোস্তাকিম ফাররোখ। সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদ্ষ্টো ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ খাজা শামছুল আলম, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নন্দলাল পার্শী, সাংবাদিক তপন কুমার খাঁ, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মতিনুর রহমান, মাহাবুবা সরকার, আদিবাসী নেতা অজিত কুমার সরকার, এডভোকেট হৃষিকেশ সরকার, এডভোকেট আরায়াত হোসেন মুন, সিতারাম সাহা, নূরুল আমিন বাবু প্রশূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খম আব্দুর রহমান রনি।
×