ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়ির সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল রবিবার

প্রকাশিত: ০১:৫৬, ৭ মার্চ ২০২০

খাগড়াছড়ির সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল রবিবার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির মাটিরাঙায় সহিংস ঘটনার গঠিত জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন নিদিষ্ট সময় আগামীকাল রবিবারের মধ্যে দাখিল করা হবে। এখন শুধু বিজিবি’র বক্তব্যের আপেক্ষায় রয়েছে তদন্ত কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট খন্দকার রেজাউল করিম। তিনি জানান, আজ শনিবারের মধ্যে বিজিবি তাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহসহ ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হয়েছে। তবে বিজিবির পাওয়া না গেলে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর জন্য আবেদন করা হবে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাজীনগরে জনৈক চাঁন মিয়ার বাগানের কাঁঠাল গাছ কাটা ও পরিবহনকে কেন্দ্র করে গত মঙ্গলবার সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ পাচঁজন নিহত হয়। এ ঘটনায় জেলা প্রশাসন তাৎক্ষনিক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট খন্দকার রেজাউল করিম প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নিদ্দেশ দেন। কমিটির অপর দুই সদস্য হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান ও সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেন। এদিকে এ ঘটনায় বৃহস্প্রতিবার বিজিবি ১৯ জনের নাম উল্লেখসহ আরো ৬০/৭০ জনকে আসামী করে মামলা দায়েরের কয়েক ঘন্টা পর এ ঘটনায় নিহত মফিজ মিয়ার ছেলে মো. মানিক মিয়া বিজিবি‘র বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলেও পুলিশ মামলা গ্রহন না করায় সাধারন মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠলে শুক্রবার সন্ধ্যায় বিজিবির ৬ সদস্যের বিরুদ্ধে মামলা গ্রহন করে মাটিরাঙা থানা।
×