ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু' শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:৫২, ৩ মার্চ ২০২০

ঢাবিতে ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু' শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু' শীর্ষক পাঁচদিনব্যাপী একটি তথ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই প্রদর্শনীতে ভাষা আন্দোলনের সূচনালগ্ন (১৯৪৮ সাল) থেকে একাত্তরের স্বাধীনতার সংগ্রাম পর্যন্ত জাতির পিতার অবিস্মরণীয় পথচলা, তাঁর রাজনৈতিক কাল পর্বের ধারাবাহিক বিবরণী ও দিক নির্দেশনামূলক উপজীব্য প্রাধান্য পায়। প্রদর্শনীর সার্বিক দায়িত্বে ছিলেন ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত। আয়োজনের বিষয়ে সৈকত বলেন, ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে তরুণ প্রজন্ম কিছুই জানে না। অথচ ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান সবচেয়ে বেশি ছিল। এই মানুষটা তার জীবনের চেয়ে বাংলা ও বাংলাদেশকে ভালোবেসেছিলেন। তাই বঙ্গবন্ধুর ভাষা আন্দোলনের অবদান নিয়ে ডাকসুর পক্ষ থেকে একটি তথ্যচিত্র নির্মাণ করেছি এবং আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে সাধারণের কাছে ‘৫২ থেকে ‘৭২ পর্যন্ত ঘটনা প্রবাহ ও বঙ্গবন্ধুর অবদান তুলে ধরার চেষ্টা করেছি। তানভীর হাসান সৈকত আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতার পাদদেশে এই প্রামাণ্যচিত্র ভাষা আন্দোলনের যাত্রায় বঙ্গবন্ধুর বলিষ্ঠ ভূমিকার অজানা ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা হয়। আলোকচিত্র ও প্রদর্শনীতে দেখানে হয়, ‘বায়ান্নর ফেব্রুয়ারিতে উত্তাল রাজপথে স্লোগানে স্লোগানে মাতৃভাষা বাংলায় কথা বলার দাবিতে যে মিছিলের শুরু হয়েছিল পুলিশের বুলেটে থেমে যায়নি তা। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরদের রক্তের স্রোত ধারায় ধরেছিল আগুন। উত্তাল বাঙালিরা ১৯ বছেরর ব্যবধানে নিয়ে এসেছিল স্বাধীন বাংলাদেশ। আর যার হাত ধরে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা, তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান।’
×