ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘আগামীতে পাঠ্যপুস্তকে বন্যপ্রাণীর বিষয় যুক্ত করা হবে’

প্রকাশিত: ০৬:০৯, ৩ মার্চ ২০২০

‘আগামীতে পাঠ্যপুস্তকে বন্যপ্রাণীর বিষয় যুক্ত করা হবে’

অনলাইন রিপোর্টার ॥ বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আগামীতে পাঠ্যসূচিতে বন্যপ্রাণী বিষয় সংযুক্ত করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়কমন্ত্রী মো শাহাব উদ্দিন। বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এদিকে, প্রাকৃতিক ব্যবস্থা টিকিয়ে রাখতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। বিকেলে রাজধানীর বন ভবনে দিবসটিকে কেন্দ্র করে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বাড়াতে আলোচনার আয়োজন করা হয়। এবারের বন্যপ্রাণী দিবসের প্রতিপাদ্য পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই। এতে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো শাহাব উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী বলেন, মানুষের মাঝে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে দেশে দিবসটি পালন করা হচ্ছে। আলোচনায় অংশ নিয়ে প্রাণীবিদরা জানান, দেশে প্রাকৃতিক বন কমে যাওয়াতে সংকুচিত হয়ে আসছে বন্যপ্রাণীর আবাসস্থল ও খাদ্য। ফলে ছোট-বড় প্রাণীরা খাবার সংকট পড়ছে। তারা বলেন, সুন্দরবনের বাঘ হত্যা, বাঘের শিকার প্রাণী হরিণ হত্যা এবং আবাস ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন বিভাগ জানায়, দেশের বন্যপ্রাণী ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে ৪৫টি সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে সরকার। পাশাপাশি বিরল ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় ট্রান্সবাউন্ডারি ওয়াইল্ডলাইফ কোরিডর উইথ মিয়ানমার এন্ড ইন্ডিয়া স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় বন বিভাগ। বন্যপ্রাণী শিকার, হত্যা ও পাচার সংক্রান্ত আইনগুলো মানুষকে জানানো এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির নজির সৃষ্টি করার পরামর্শ দেন প্রাণী গবেষকরা।
×