ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানী যাত্রাবাড়িতে বাসাভাড়া নেয়ার কথা বলে চুরির সময় দুই নারী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৭, ৩ মার্চ ২০২০

রাজধানী যাত্রাবাড়িতে বাসাভাড়া নেয়ার কথা বলে চুরির সময় দুই নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ বাসাভাড়া নেয়ার কথা বলে বাসায় ঢুকে চুরির সময় দুই নারীকে গ্রেফতার করে পুলিশ। নাহিদা আক্তার (৩৫) ও মোসাম্মৎ আনিকা (২২)। মঙ্গলবার দুপুরে তাদেরকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। যাত্রাবাড়ী থানার অফিসার ওসি মোঃ মাজহারুল ইসলাম জানান, সোমবার ওই দুই নারী মাতুয়াইলের মেন্দীবাড়ি এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় বাসাভাড়া নেয়ার জন্য যায়। তারা বাড়ির মালিককে কথায় ব্যস্ত রেখে অন্য সহযোগীদের মাধ্যমে আলমারি খুলে মোবাইল ফোন, গয়নার বাক্স ও জামা-কাপড় চুরির চেষ্টা করে। বিষয়টি বাড়ির মালিক দেখে ফেলে। ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের আটক করে পুলিশে দেয়। ওসি জানান, গ্রেফতারকৃতরা অভিনব পন্থায় ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নতুন বাসাভাড়া নেয়ার কথা বলে বাড়িওয়ালাকে কথাবার্তায় ব্যস্ত রাখে। এ ফাঁকে প্রতারক চক্রের অন্য সদস্যরা বাড়িওয়ালার ঘরে প্রবেশ করে মোবাইল ফোন, নগদ টাকা ও গয়না চুরি করে। মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
×