ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইসরায়েলের নির্বাচন ॥ বুথ ফেরত জরিপে এগিয়ে নেতানিয়াহু

প্রকাশিত: ২২:৫৯, ৩ মার্চ ২০২০

ইসরায়েলের নির্বাচন ॥ বুথ ফেরত জরিপে এগিয়ে নেতানিয়াহু

অনলাইন ডেস্ক ॥ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার দাবি করেছেন। সোমবার ভোটের পর প্রকাশিত বুথ ফেরত জরিপে প্রতিদ্বন্দ্বিদের চেয়ে সামান্য এগিয়ে থাকার পর এই দাবি করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, তিনটি বুথ ফেরত জরিপের গড় ফল অনুসারে, নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি ৩৬ বা ৩৭ টি আসন পেতে পারে। তার প্রতিদ্বন্দ্বি গান্তজের মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট জোট পেতে পারে ৩২ বা ৩৪ আসন। তবে জরিপের ফলাফলে আবারও লিকুদ সরকার গঠনের জন্য পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হতে পারে। গত এক বছরেরও কম সময়ের মধ্যে ইসরায়েলে এটি তৃতীয় সাধারণ নির্বাচন। এর আগের দুটি নির্বাচনে কোনও দল বা জোট পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ৭০ বছরের নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা নেতা। এবার জয়ী হলে তিনি পঞ্চমবার প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়বেন। ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরে আবার ২০০৯ সালে প্রধানমন্ত্রী হন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিচার আদালতে শুরু হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে এই নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনপূর্ব জরিপে দেখা গিয়েছিল লিকুদ এবং ব্লু অ্যান্ড হোয়াইট দলের লড়াই হবে হাড্ডাহাড্ডি। নেতানিয়াহু বা গান্তজ কেউই স্পষ্টভাবে বিজয়ী ছিলেন না। কিন্তু বুথ ফেরত জরিপে ব্লু অ্যান্ড হোয়াইটের চেয়ে লিকুদ পার্টি ৩ থেকে ৫টি আসন বেশি পেতে পারে বলে উঠে এসেছে। মঙ্গলবার প্রাথমিক ফল প্রকাশ করা হবে। দেশটির নির্বাচনে অতীতে বুথ ফেরত জরিপের ফল ভুল প্রমাণিত হওয়ার নজির রয়েছে। বুথ ফেরত জরিপের ফল প্রকাশের পর নেতানিয়াহু টুইটারে নিজের জয় দাবি করেছেন। তিনি লিখেছেন, ইসরায়েলের জন্য বড় জয়। আমরা জিতেছি। আমাদের বিশ্বাস, আমাদের পথ ও ইসরায়েলের জনগণকে ধন্যবাদ।
×