ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুকুর বাঁচাতে জীবন গেল সেনা কর্মকর্তার!

প্রকাশিত: ০০:৩০, ১ মার্চ ২০২০

কুকুর বাঁচাতে জীবন গেল সেনা কর্মকর্তার!

অনলাইন ডেস্ক ॥ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার গুলমার্গ নামক এলাকায় গতকাল শনিবার রাতে এক সেনা কর্মকর্তার ঘরে আগুন লাগে। সেই আগুন থেকে পোষা কুকুরকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছেন মেজর পদমর্যাদার ওই কর্মকর্তা। খবর এনডিটিভির। প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে ঘরে আগুন লাগার সঙ্গে সঙ্গে মেজর অঙ্কিত বুধরাজা তার স্ত্রী এবং একটি পোষা কুকুরকে সেখান থেকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন। কিন্তু আরেকটি কুকুর ঘরের ভেতর আটকা পরে। তাকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও আগুনে আটকা পরে মৃত্যুবরণ করেন। ঘরের ভেতরে থাকা অপর কুকুরটিকে উদ্ধার করতে গিয়ে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মেজর অঙ্কিত বুধরাজা ভারতীয় সেনাবাহিনীর গুলমার্গ এসএসটিসি সিগন্যাল কোরে দায়িত্বে নিয়োজিত ছিলেন। অগ্নিকাণ্ডের পরপরই সেখানে উপস্থিত হয় দমকল বাহিনী। স্থানীয় পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এরপর ওই সেনা কর্মকর্তার মরদেহ তানমার্গের সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় আইনি ও মেডিকেল কার্যক্রম সম্পন্নের উদ্দেশ্যে।
×