ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর মহাখালীতে দূবৃর্ত্তের ছুরিকাঘাতে এক মাদ্রাসার ছাত্র খুন

প্রকাশিত: ০৯:০৮, ২৯ ফেব্রুয়ারি ২০২০

রাজধানীর মহাখালীতে দূবৃর্ত্তের ছুরিকাঘাতে এক মাদ্রাসার ছাত্র খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মহাখালীতে দূবৃর্ত্তের ছুরিকাঘাতে রাফি আহমেদ শিপু (২২) এক ছাত্র খুন হয়েছে। তিনি মাদ্রাসার পড়াশুনার পাশাপাশি ছোট একটি ফোন-ফ্যাক্সের দোকান চালাতেন। নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। তিনি মহাখালী হাজারী বাড়ি এলাকায় থাকতেন। নিহতের মামা আলী আজগর খান জানান, শুক্রবার গভীররাতে মহাখালী আমতলীতে একাদশ ক্লাবের কাছে বসে এক বন্ধুর সঙ্গে গল্প করছিল শিপু। এ সময় স্থানীয় অনন্ত নামে এক যুবক এসে শিপুকে মারধর করতে করতে থাকে। এরপর বলে ‘আমাকে তুই চিনিস’ বলেই শিপুর বুকে ছুরি চালায়। এক পর্যায়ে অনন্ত আরও ক্ষিপ্ত হয়ে উঠে শিপু পিঠে ও পাঁজরে ছুরি চালিয়ে পালিয়ে যায়। আজগর জানান, শিপু ভদ্র একটি ছেলে। কখনও কারও সঙ্গে ঝগড়া বিবাদ করত না। আর অনন্ত এলাকার খারাপ ছেলে হিসেবে পরিচিত। সে কেন শিপুকে ছুরি মেরেছে, তা বুঝতে পারছি না। তিনি জানান, শিপুর বাবা আব্দুস সাত্তার শরিয়তপুর নড়িয়া এলাকার শাক সবজি বিক্রি করেন। অভাবে অনটনের সংসারে শিপু মহাখালী আমতলীতে ছোট একটি দোকান নিয়ে ফোন-ফ্যাক্সের ব্যবসা চালাতেন। এখনও শিপু নেই কে তাদের সংসারের অভাব ঘুচ্ছাবেন। আমি এই হত্যার বিচার চাই। বনানী থানার ওসি নুরে আজম জানান, হত্যাকারীকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।
×