ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুজিব বর্ষে বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জ্বলন গোপালগঞ্জে

প্রকাশিত: ০৮:২৯, ২৯ ফেব্রুয়ারি ২০২০

মুজিব বর্ষে বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জ্বলন গোপালগঞ্জে

স্পোর্টস রিপোর্টার ॥ এপ্রিলে নবম বাংলাদেশ গেমস। যেকোন সময়ের চেয়ে মুজিব বর্ষে আরও বড়, আকর্ষণীয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর করতে চায় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ)। বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জ থেকে শুরু হবে গেমস মশালের যাত্রা। রাজধানীসহ পাঁচ শহরে হবে ৩১ ডিসিপ্লিন। শিগগিরই দ্বিতীয় দফা অর্থ বরাদ্দ পাবে ফেডারেশনগুলো। আনুষ্ঠানিকতা ছাপিয়ে নতুন ক্রীড়াবিদ খুঁজে পেতে চায় বিওএ। সাত বছর পর দরজায় কড়া নাড়ছে দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর বাংলাদেশ গেমস। জাতির জনকের জন্মশতবার্ষিকীতে বিশেষ আয়োজন। রোলার স্কেটিং যোগ হওয়ায় এক ডিসিপ্লিন বেড়ে হবে ৩১টি। দশ দিন মাঠ-ট্র্যাক-কোর্ট-পুলে ঝড় তুলবেন এ্যাথলেটরা। বেশিরভাগ ডিসিপ্লিনের জাতীয় চ্যাম্পিয়নশিপ হচ্ছে গেমসে। ফেডারেশনগুলোকে এক দফা অর্থও বুঝিয়ে দিয়েছে বিওএ। ঢাকার ২০ ভেন্যুতে হবে পদকের লড়াই। এছাড়া সিলেট, কক্সবাজার, গোপালগঞ্জ এবং গাজীপুরে হবে তিন ডিসিপ্লিন। আগামী ৫ মার্চ আনুষ্ঠানিকভাবে লোগো, মাসকট এবং আসরের বিস্তারিত তথ্য প্রকাশ করবে বিওএ।
×