ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টোকিও অলিম্পিকের ভাগ্য নির্ধারণের জন্য ৩ মাস সময় পাচ্ছে জাপান

প্রকাশিত: ০৮:২৮, ২৯ ফেব্রুয়ারি ২০২০

টোকিও অলিম্পিকের ভাগ্য নির্ধারণের জন্য ৩ মাস সময় পাচ্ছে জাপান

স্পোর্টস রিপোটার ॥ হাতে আছে এখনও তিন মাসের বেশি সময়। তাই তাড়াহুড়ো করে টোকিও অলিম্পিক বাতিল করা হবে কিনা সেই সিদ্ধান্তে এখনই আসতে চাচ্ছে না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে শঙ্কা থাকলেও ঠিক সময়ে অলিম্পিক আয়োজনের ব্যাপারে সংস্থাটির ইতিবাচক মনোভাবের কথাই জানিয়েছেন জাপান সরকারের একজন মুখপাত্র। চীন থেকে এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এরইমধ্যে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজারে। সারা বিশ্বে চীনসহ মারা গেছেন ২৭০০ জন। জাপানেও ছড়িয়ে গেছে মানবঘাতী এই ভাইরাস। সিওভিআইডি-১৯ নামে করোনার শ্রেণীর নতুন এই ভাইরাসে এরইমধ্যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খুব দ্রুত করোনা ভাইরাসে মৃত্যুর থাবা আটকাতে না পারলে টোকিও অলিম্পিক বাতিল করা ছাড়া আর কোন বিকল্প খোলা থাকবে না বলে জানিয়েছেন কানাডার সাবেক সাঁতারু ও আইওসির সাবেক ভাইস-প্রেসিডেন্ট রিচার্ড পন্ড। ভাইস-প্রেসিডেন্ট ছিলেন বলেই পন্ডের আইওসির গতিবিধি ভালোভাবেই জানা। তিন মাসের মধ্যে অলিম্পিকের মত বৃহৎ এক ক্রীড়াযজ্ঞ হুট করে সরিয়ে নেয়া অন্য দেশে যেহেতু সম্ভব নয়, সেজন্য সে আসর বাতিল করে দেয়াই যুক্তিযুক্ত মনে করেছেন পন্ড। ১১ হাজার অ্যাথলেটকে নিয়ে ২৪ জুলাই শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিক। ২৫ আগস্ট থেকে শুরু হবে প্যারাঅলিম্পিক যেখানে খেলবেন ৪৪০০ অ্যাথলেট। আয়োজন বিশাল বলেই অলিম্পিক এখনই বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে না বলে জানিয়েছেন ইয়োসিডা সুগা নামের জাপান সরকারের সেই মুখপাত্র। পন্ড যা বলেছেন তা তার একান্ত মতামত উল্লেখ করে আগামী কয়েক সপ্তাহ গভীর সতর্কতার সঙ্গে তৈরি হওয়া পরিস্থিতি নজরে রাখবে আইওসি, এমনটাই জানিয়েছেন সুগা।
×