ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশের বাহিরে লিগ আয়োজনে ফিফার আপত্তি!

প্রকাশিত: ০৮:২৭, ২৯ ফেব্রুয়ারি ২০২০

দেশের বাহিরে লিগ আয়োজনে ফিফার আপত্তি!

স্পোর্টস রিপোটার ॥ দেশের বাহিরে লিগ আয়োজনে আনুষ্ঠানিকভাবে না করেছে ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। যেকোনো দেশের ঘরোয়া ফুটবলের ম্যাচ অন্য দেশে অনুষ্ঠিত হলে সেই দেশটির এবং ক্লাবটির সমর্থকদের বঞ্চিত করা হবে বলে মনে করে সংস্থাটি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে সদস্য দেশগুলোর এক সভায় বিদেশের মাটিতে কোনো দেশের ঘরোয়া লিগ বা লিগের কোনো ম্যাচ আয়োজনের ব্যাপারে কড়াকড়ি আরোপের সুপারিশ করা হয়। পরে বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো দেশের লিগ হোম-অ্যাওয়ে ভিত্তিতে সেই দেশেই আয়োজন করা উচিত। ফিফার এ সিদ্ধান্তে হতাশ হতে পারে লা লিগা কর্তৃপক্ষ। স্প্যানিশ ফুটবল লিগের কয়েকটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মিয়ামিতে আয়োজনের চেষ্টা শেষ কয়েকবছর ধরেই করে আসছে তারা। ২০১৮-১৯ মৌসুমে বার্সেলোনা-এইবার ও ভিয়ারিয়াল-অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচ মিয়ামিতে আয়োজনের চেষ্টা করে খেলোয়াড়দের আপত্তিতে লা লিগা কর্তৃপক্ষ শেষপর্যন্ত সফল হতে পারেনি। ফিফার নতুন সিদ্ধান্তে ভবিষ্যতেও আর কোনো সম্ভাবনা থাকল না।
×