ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রহমতগঞ্জকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া আবাহনী!

প্রকাশিত: ০৮:১০, ২৯ ফেব্রুয়ারি ২০২০

রহমতগঞ্জকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া আবাহনী!

স্পোর্টস রিপোর্টার ॥ চারদিনের বিরতি ছিল। কাল রবিবার থেকে আবারও শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ।কাল একটিই খেলা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৬টায়। আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। রহমতগঞ্জের সঙ্গে পুরনো একটি হিসেব চুকানোর ব্যাপার আছে দ্য স্কাই ব্লু ব্রিগেড খ্যাত আবাহনীর। কেননা মৌসুম শুরুর প্রথম আসর ফেডারেশন কাপে এই রহমতগঞ্জের কাছেই হেরে টাইব্রেকারে ৪-৩ (১-১) গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। তাই কাল জায়ান্ট কিলার এবং ডাইলপট্টি খ্যাত পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জকে হারিয়ে কড়ায়-গণ্ডায় প্রতিশোধ নিতে চায় আকাশী-নীল শিবির। আবাহনীকে শেষ আট থেকে বিদায় করে দিয়ে সেমিফাইনালে মোহামেডানকেও ১-০ গোলে হারিয়ে দেয় রহমতগঞ্জ। তাদের সেই রূপকথার যাত্রা শেষ হয়েছিল ফাইনালে বসুন্ধরা কিংসের কাছে ২-১ গোলে হেরে। সেটি ছিল এই ক্লাবটির ইতিহাসে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ অর্জন। এছাড়া ১৯৭৭ সালের ফুটবল লীগে রানার্সআপ হয়েছিল তারা (সেই লীগে আবার চাম্পিয়ন হয়েছিল আবাহনী)।
×