ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষা খাতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন শেখ হাসিনার সরকার: সুজিত রায় নন্দী

প্রকাশিত: ০৭:০৮, ২৯ ফেব্রুয়ারি ২০২০

শিক্ষা খাতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন  শেখ হাসিনার সরকার: সুজিত রায় নন্দী

অনলাইন ডেস্ক ॥ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, শিক্ষা খাতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। সরকার শিক্ষাবান্ধব সরকার। এ সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। শনিবার চাঁদপুর সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ফরক্কাবাদ ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং প্রাক্তন মেধাবী ছাত্র ইমাম হোসেন প্রধানমন্ত্রীর স্বর্নপদক ২০১৮ পাওয়ায় সংবর্ধনা প্রদান আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুশিক্ষিত সোনার বাংলা নির্মাণের যে স্বপ্ন দেখেছেন তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে রূপান্তরিত হওয়া সম্ভব। এ সরকার শিক্ষার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করেছে। অনুষ্ঠানে ফরক্কাবাদ ডিগ্রী কলেজের প্রাক্তন মেধাবী ছাত্র ইমাম হোসেন 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮' পাওয়ায় তাকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। ইমাম হোসেন বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, কীটতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্বরত আছেন। ফরকাবাদ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী তার বক্তব্যে ইমাম হোসেনের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, অজ পাড়াগাঁয়ের প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানও মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষানীতি কারনে মূল্যায়ন হচ্ছে। সঠিক মেধার বিকাশে ঘটিয়ে সুশিক্ষিত মানুষ গড়তে আমরা বদ্ধপরিকর। এই কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষানীতি অবলম্বনে অতীতের ন্যায় ভবিষ্যতেও কাজ করে যাবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ আহমেদ পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী, স্থায়ী দাতা সদস্য ফরক্কাবাদ ডিগ্রী কলেজ। মো. নাসিমউদ্দিন ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদপুর মডেল থানা। ফরক্কাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড.মো. হাসান খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আমিনুল হক বিএসসি, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়াজী, ও প্রাক্তন ছাত্র ইমাম হোসেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীর কুমার আচার্যা সাবেক ছাত্রনেতা, শেখ আতিকুর রহমান সদস্য ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির বাংলাদেশ আওয়ামী লীগ। নির্মল দেবনার্থ সদস্য ত্রাণ ওসমাজ কল্যাণ উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। কলেজের পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
×