ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় বিএনপির সম্মেলন বয়কট করেছেন স্থানীয় সাংবাদিকেরা

প্রকাশিত: ০৫:৫৩, ২৯ ফেব্রুয়ারি ২০২০

হাতিয়ায় বিএনপির সম্মেলন বয়কট করেছেন স্থানীয় সাংবাদিকেরা

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আজ শনিবার সকালে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সাবেক সংসদ প্রকৌশলী ফজলুল আজিমের বাসভবন চত্বরে শুরু হয়। উক্ত সম্মেলনে আমন্ত্রিত স্থানীয় সাংবাদিকদের সাথে প্রকৌশলী ফজলুল আজিমের অশোভন আচরনের প্রতিবাদে স্থানীয় সাংবাদিকেরা সম্মেলন স্থলের সংবাদ সংগ্রহ বয়কট করে সম্মেলন স্থল ত্যাগ করেন। উল্লেখ্য প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদের বক্তব্য চলাকালীন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সংবাবাদ কর্মীরা ভিডিও ধারণ করতে গেলে সভার সভাপতি প্রকৌশলী ফজলুল আজিম স্থানীয় সংবাদ কর্মীদের তাদের নির্ধারিত স্থান থেকে রুক্ষ ভাষায় নেমে যেতে বাধ্য করেন। পরে সকল সংবাবাদ কর্মীরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সম্মেলন স্থল ত্যাগ করেন। হাতিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এদিকে সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন কালীন জাতীয় সংগীত পরিবেশনের সময় মাইকে উপস্থাপকের ঘোষনা চলতে থাকে এবং জাতীয় সংগীত শেষ না করেই দলীয় সংগীত বেজে উঠে।
×