ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইনজুরির কারণে ছিটকে গেলেন রাবাদা

প্রকাশিত: ০১:১৪, ২৯ ফেব্রুয়ারি ২০২০

ইনজুরির কারণে ছিটকে গেলেন রাবাদা

অনলাইন ডেস্ক ॥ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একদিন আগেই দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। গ্রোইন ইনজুরির কারণে খেলা হচ্ছে না দলের সেরা পেসার কাগিসো রাবাদার। শুধু তাই নয়, প্রোটিয়াদের আসছে ভারত সফরে ওয়ানডে সিরিজেও ছিটকে গেছেন তিনি। এমনকি আইপিএলে ৩০ মার্চ দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ক্রিকেট সাউথ আফ্রিকা এক বিবৃতিতে জানানো হয়, অজিদের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজেই চোট পান রাবাদা। যদিও তিন ম্যাচে ১১ ওভার বল করে মাত্র ২ উইকেটের বিনিময়ে ১১৪ রান দিয়েছেন। তবে এই চোটের কারণে এখন তাকে চার সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে। রাবাদার পরিবর্তে দ.আফ্রিকা এখনও কোনো খেলোয়াড়ের নাম দেয়নি। যেখানে আজ (শনিবার, ২৯ ফেব্রুয়ারি) পার্লে সিরিজের প্রথম ওয়ানডেতে অজিদের মুখোমুখি হবে স্বাগতিকরা। আর ১২ মার্চ থেকে ভারত সফরের সিরিজ শুরু হবে।
×