ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিল্লির সহিংসতা রোধে ব্যর্থ অমিত শাহ ॥ আগামীকাল প্রতিবাদ মিছিল

প্রকাশিত: ০০:২৬, ২৯ ফেব্রুয়ারি ২০২০

দিল্লির সহিংসতা রোধে ব্যর্থ অমিত শাহ ॥ আগামীকাল প্রতিবাদ মিছিল

অনলাইন ডেস্ক ॥ ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতা রোধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজধর্ম পালন না করার অভিযোগে কোলকাতায় প্রতিবাদ মিছিল করবে জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখা। আগামীকাল রবিবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার মৌলালি ক্রসিং থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘জমিয়তে উলামায়ে হিন্দ ১৯১৯ সাল থেকে সাম্প্রদায়িক দাঙ্গা বিরোধী ভূমিকা পালন করে আসছে। দেশভাগের প্রাক্কালে দাঙ্গার সময় গান্ধীজি জমিয়তের সঙ্গে সম্পর্ক রেখে শান্তির বার্তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেছেন। কিন্তু বিগত কিছুদিন ধরে রাজধানী দিল্লিতে যেভাবে সহিংসতার আবহ সৃষ্টি হয়েছে তা আপামর ভারতবাসীর মাথা হেঁট করে দিয়েছে। রাষ্ট্রীয় মদদপুষ্ট বিদ্বেষ-ব্যবসায়ীদের জ্বালানো হিংসার আগুনে রাজধানী কার্যত জতুগৃহ। দিল্লিজুড়ে কোথাও স্বজন হারানোর হাহাকার-আর্তনাদ, কোথাও অজানা আতঙ্কের নিস্তব্ধতা। এসব ঘটনা যখন ঘটছে তখন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ বাহিনী নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে আর নির্দ্বিধায় ‘উপরওয়ালার’ নির্দেশের অপেক্ষা করছে। আর দাঙ্গাকারীরা কার্যত নিরস্ত্র পুলশকে পাশে পেয়ে অমিতবিক্রমে নিরীহ সাধারণ মানুষের উপরে জুলুম-অত্যাচার চালিয়ে যাচ্ছে।’ মুফতি আব্দুস সালাম আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির সহিংসতা রোধে নিস্ক্রিয়তা ও ব্যর্থতার প্রমাণ দিয়েছে। দিল্লিকে এরকম অচলাবস্থায় রেখে তিনি এখন দেশের বিভিন্নস্থানে সফর করছেন। দিল্লির সহিংসতা রোধে রাজধর্ম পালন না করার প্রতিবাদে রোববার দুপুরে কোলকাতায় মিছিল করা হবে।’ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ওই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেবেন বলেও জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম জানিয়েছেন।
×