ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন চাই না ॥ ব্রায়ান হুক

প্রকাশিত: ২৩:৩০, ২৯ ফেব্রুয়ারি ২০২০

ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন চাই না ॥ ব্রায়ান হুক

অনলাইন ডেস্ক ॥ মার্কিন সরকারের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক আবারো দাবি করেছেন, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন করার কোনো ইচ্ছে ওয়াশিংটনের নেই। আল-মনিটর নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে হুক দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের সরকার পরিবর্তনের নীতি গ্রহণ করেনি। তিনি এ সময় এ দাবি করলেন যখন ট্রাম্প প্রশাসন প্রায় দু’বছর আগে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে নিয়ে তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপপ্রয়োগ’ করেছে। এর অংশ হিসেবে মার্কিন সরকার ইরানের ওপর ভয়াবহ অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসবাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে। ট্রাম্প প্রশাসন দাবি করছে, তারা ইরানের সঙ্গে নতুন করে একটি পরমাণু সমঝোতা সই করতে চায় এবং এ কাজে তেহরানকে বাধ্য করার লক্ষ্যে দেশটির ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করা হয়েছে। কথিত এ চাপপ্রয়োগ করে বিগত দুই বছরে তেহরানকে নতজানু করতে পারেনি ওয়াশিংটন। কিন্তু মার্কিন সরকার তাতে হতাশ হয়নি বরং একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে ব্যাপক অপপ্রচার চালিয়ে ইরানের সরকার ও জনগণের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে যাচ্ছে। এ কাজ করতে গিয়ে তারা প্রাকৃতিক দুর্যোগকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দ্বিধা করছেন না। ব্রায়ান হুক তার সাক্ষাৎকারে দাবি করেছেন, ইরানের সরকার করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে চরম ব্যর্থ হয়েছে এবং সরকারের ভ্রান্ত নীতির কারণেই দেশটিতে এই রোগ এত দ্রুত ছড়িয়ে পড়েছে। তিনি এমন সময় এ দাবি করলেন যখন খোদ আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটিতে ট্রাম্প প্রশাসন ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে।
×