ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভরতনাট্যম গুরু নর্তকী নটরাজকে সংবর্ধনা

প্রকাশিত: ১০:১৩, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 ভরতনাট্যম গুরু নর্তকী  নটরাজকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ সংবর্ধনা পেলেন তৃতীয় লিঙ্গের নৃত্যশিল্পী ভারতের ভরতনাট্যম গুরু ড. নর্তকী নটরাজ। একজন তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া) হয়েও ‘পদ্মশ্রী’র মতো ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ায় তাকে এই সংবর্ধনা দিল দেশের তৃতীয় লিঙ্গের অধিকারী মানুষদের (হিজড়াদের) নিয়ে কাজ করা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ‘বন্ধু’। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত এক বর্ণিল আয়োজনে শিল্পীকে এ সংবর্ধনা জানানো হয়। ২০১৯ সালে সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য একজন তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া) হয়েও অর্জন করেছেন ‘পদ্মশ্রী’র মতো ভারতের রাষ্ট্রীয় সম্মাননা। তার এই সম্মাননা প্রাপ্তিতে তাকে সংবর্ধনা জানাতে এবং দেশের ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর মধ্যে আত্মসচেতনতা তৈরি করতেই এই আয়োজন। যে আয়োজনে ভারতের এ নৃত্যশিল্পী শুধু সংবর্ধিত হলেন না, ভরতনাট্যমের অনবদ্য নৃত্যশৈলিতে ঢাকার নৃত্যশিল্পী ও নৃত্যপ্রেমীদের পাশাপাশি মোহিত করলেন হিজড়া সম্প্রদায়ের মানুষদের। ফাল্গুনের সন্ধ্যায় নর্তকী নটরাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হয় এ সংবর্ধনা অনুষ্ঠান। পরে অনুষ্ঠানে সৌজন্যনৃত্য পরিবেশন করেন ভরতনাট্যম গুরু নৃত্যশিল্পী ড. নর্তকী নটরাজ। আয়োজক কর্তৃপক্ষ বলেন, একজন ট্রান্সজেন্ডার (হিজড়া) জনগোষ্ঠীর সদস্য হিসেবে ২০১৯ সালে সংস্কৃতি (নৃত্যে) ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তার ভারত সরকারের এই ‘পদ্মশ্রী’ অর্জন সারা বিশ্বে প্রথম এ রকম রাষ্ট্রীয় সম্মাননা অর্জন। বাংলাদেশের ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর মধ্যে আত্মসচেতনতা তৈরি করতে এবং তাদের পক্ষে জনসচেতনতা তৈরি করতেই আমরা এই সংবর্ধনার আয়োজন করেছি।
×