ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে তেরশত ত্রিশ বছরের পুরোনো সাহাবা মসজিদ

প্রকাশিত: ০৫:২৪, ২৮ ফেব্রুয়ারি ২০২০

লালমনিরহাটে তেরশত ত্রিশ বছরের পুরোনো সাহাবা মসজিদ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ তেরশত ত্রিশ বছরের পুরোনো সাহাবা মসজিদ লালমনিরহাটের পঞ্চগ্রামে অবস্থিত। এই মসজিদটি নবী করিম হয়রত মোহাম্মদ (সাঃ) এর যুগের। যাকে স্থানীয় গ্রামবাসিরা নাম দিয়েছে হারানো মসজিদ হিসেবে। সাহাবি হজরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বাংলায় ইসলাম ধর্ম প্রচারে এসে এই মসজিদটি নির্মান করেন বলে ইসলামিক চিন্তাবিদগণ ধারণা করেছেন। তাদের ধারণার প্রমাণ রয়েছে। এ বছর মসজিদটি পুনঃনির্মাণ করার কাজ শুরু হয়েছে। সাহাবা মসজিদকে কেন্দ্র করে প্রত্যন্ত এই গ্রামে গড়ে তোলা হবে মসজিদের সাথে নামের মিল রেখে আস-সাহাবা আধুঁনিক কমপ্লেক্স। মসজিদ চত্বরের পাশে গড়ে তোলা হবে ইসলামিক লাইব্রেরী। যা দেশের সবচেয়ে বড় একটি ইসলামিক সেন্টার বা লাইব্রেরী হিসেবে পরিচিতি পাবে। এই মসজিদটির সন্ধান লাভের কারণে লালমনিরহাটে ইসলাম ধর্ম প্রচারের ইতিহাস অনেক পুরোনো বলে প্রতিষ্ঠিত হয়েছে। নবীজির যুগে এই অঞ্চলের মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। তার প্রমান মিলেছে। সমৃদ্ধ হয়েছে ইসলামের ইতিহাস। জেলা সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামে ঐতিহাসিক সাহাবা মসজিদটির(হারানো মসজিদ) অবস্থান। ৬৯০ খ্রিস্টাব্দ মোতাবেক ৬৯ হিজরিতে নির্মিত হয়েছিল মসজিদটি। প্রাচীণ মসজিদটি বাংলাদেশে প্রথম মসজিদ বলে জানা গেছে। এরকম আরো একটি মসজিদ সুদুর চীনদেশে রয়েছে। নবী করিম হয়রত মোহাম্মদ(সাঃ) এর যুগে একজন সাহাবি (হজরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু) বাংলায় ধর্ম প্রচারে এসে এখানে এই মসজিদটি নির্মাণ করেন। যাহা বহুবছর ধরে মাটির ঢবি ও জঙ্গলের আড়ালের মধ্যে লুকিয়ে ছিল। সাহাবা মসজিদ বা হারোনো মসজিদটি পুনঃনির্মাণের কাজ চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সোমবার হতে শুরু হয়েছে। লালমনিরহাটের ৭ নং পঞ্চগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও সাহাবা মসজিদ কমিটির সভাপতি মোঃ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে দিন ব্যাপী অনুষ্ঠিত হয় বিশাল ইসলামি মহাসম্মেলন। এই সম্মেলনে ঘোষিত হয় সাহাবা মসজিদের সৃতি রক্ষার্থে ও এ অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারের মজবুত প্রমাণ এই সাহাবা মসজিদটি পুনঃনির্মাণ করা হবে। সেইদিন হতে কাজ শুরু হয়েছে। এ কাজের নতুন করে ভিত্তি প্রস্থর স্থাপন করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর ও ফিলিস্তিনের মসজিদে আকসার গ্র্যান্ড ইমাম শায়খ আলি উমর ইয়াকুব আল-আব্বাসি। তিনি ফিলিস্তিনের নাগরিক।
×