ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় গভীররাতে অগ্নিকান্ড ॥ ১০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ০৫:২৪, ২৮ ফেব্রুয়ারি ২০২০

নওগাঁয় গভীররাতে অগ্নিকান্ড  ॥ ১০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় গভীররাতে অগ্নিকান্ডে মাটির দো-তলা একটি বাড়ি পুড়ে নগদ টাকাসহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ অগ্নিকান্ডে অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন দুই শিশুসহ পরিবারের ৫জন সদস্য। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নওগাঁ সদর উপজেলার কুয়ানগর কশবা গ্রামে আবুল হোসেনের বাড়িতে। এ ঘটনায় ৫জনকে আসামি করে আজ শুক্রবার থানায় মামলা হয়েছে। অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি মোঃ সোরওয়ার্দী বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমি নিজেই সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে । অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ির লোকজন দাবি করেছেন যে, জায়গাঁ-জমি নিয়ে বিরোধের জের ধরে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এজন্য প্রাথমিকভাবে আমরাও সেই সুত্র ধরেই বিষয়টি ক্ষতিয়ে দেখছি। এ ঘটনায় বাড়ির মালিক আবুল হোসেন সরদার বাদী হয়ে ৫জনকে আসামি করে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি। মামলা নং-৭৬ তারিখ-২৮/০২/২০২০।
×