ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জে আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ-সমাবেশ

প্রকাশিত: ০২:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০২০

মোরেলগঞ্জে আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাজমুল হাসান রানাকে মারপিট করে হাত-পা ভেঙ্গে দু’চোখ উপড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসি। আজ শুক্রবার বেলা ১১টায় ঘটনাস্থল শেখপাড়া বাজার এলকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে গুরুতর আহত রানার দুই শিশু কন্যা শাহারা আক্তার(৮) ও তামান্না আক্তার(৬) অংশ গ্রহন করেন। এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহনকারি এলাকাবাসি রানার ওপর পৈশাচিক হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। সভায় বক্তব্য দেন রানার বড়ভাই ফারুক হাওলাদার, আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন, মোস্তফা হাওলাদার, খোকন হাওলাদার, মনিরুজ্জামান বিজয়, বাহাদুর খান, খায়রুল ইসলাম বাবু, শাহিদা বেগম, রোকেয়া বেগম, ফরিদা বেগম প্রমুখ। বক্তারা এ হামলার জন্য বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন ও তার স্বজনদের দায়ী করেছেন। প্রসংগত, গত সোমবার দিবাগত রাত ১ টার দিকে মোটর সাইকেল থেকে ফেলে দিয়ে ইউপি সদস্য রানাকে মারপিট করে দুর্বৃত্তরা হাত-পা ভেঙ্গে ধারালো অস্ত্র দিয়ে একটি চাখ উপড়ে ফেলে মৃতভেবে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। রানা এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ১৫ জনের নামে মামলা দায়ের করেছেন রানার বড় ভাই ফারুক হাওলাদার। পুলিশ এ পর্যন্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে।
×