ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশী যুবক আহত

প্রকাশিত: ০১:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০

মিয়ানমার  সীমান্তে  মাইন  বিস্ফোরণে  বাংলাদেশী  যুবক  আহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে স্থানীয় বাংলাদেশী এক যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সীমান্তের ৩৯ ও ৪০ নং সীমানা পিলারের মাঝামাঝি শূন্য লাইনে এ স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত যুবক ফরিদুল আলম উখিয়ার রাজাপালং পূর্ব দরগাহবিল তুলাতলী গ্রামের গোরা চান মিয়ার পুত্র। খবর পেয়ে আহত ফরিদকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে এনজিও সংস্থার হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। জানা যায়, স্থানীয় কয়েকজন কাঠুরিয়া সীমান্তের পাহাড়ী জঙ্গলে ফুলের ঝাড়ু সংগ্রহ করতে যায়। বৃহস্পতিবার বিকেলে সীমান্তের জিরো লাইনে অবস্থিত পাহাড় থেকে ঝাড়ু সংগ্রহ করে ফেরার পথে মিয়ানমার সীমান্তের নোম্যান্স ল্যান্ডে স্থল মাইন বিস্ফোরণ ঘটে। অন্যরা ফরিদুলকে উদ্ধার করে পাড়ায় নিয়ে আসে। এসময় আহত হয়ে একটি পা উড়ে গেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি মো: ইকবাল বাহার। সীমান্ত এলাকায় মিয়ানমার আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করে মাইন পুতে রাখায় স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে।
×