ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দলের প্রতি আস্থা হারিয়ে বিজেপি ছাড়লেন টলি অভিনেত্রী

প্রকাশিত: ০১:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২০

দলের প্রতি আস্থা হারিয়ে বিজেপি ছাড়লেন টলি অভিনেত্রী

অনলাইন ডেস্ক ॥ একরাশ ক্ষোভ নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ছাড়লেন টালিউড অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে সরকারের অবস্থান এবং কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরদের মতো মানুষদের ‘সহযোদ্ধা’ হিসেবে মানতে পারছেন না তিনি। এ নিয়ে দলের কর্মকাণ্ডের শুধু মৌখিক প্রতিবাদই নয়, আনুষ্ঠানিকভাবে সদস্যপদই ত্যাগ করেছেন তিনি। দিল্লিতে সিএএ সমর্থক-বিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে পরে তা রূপ নিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গায়। এতে প্রাণ গেছে অন্তত ৩৮ জনের। এ ঘটনায় বেশ কিছুদিন ধরেই ক্ষোভ তৈরি হচ্ছিল সুভদ্রার মনে। নরেন্দ্র মোদি প্রথমবার সরকার গঠনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো ভালো লেগেছিল তার। তাই সামিল হয়েছিলেন গেরুয়া শিবিরে। কিন্তু মোদি সরকার সেই প্রতিশ্রুতি থেকে অনেকটাই সরে এসেছে। ভারতের একজন সাধারণ নাগরিক হিসেবে দলের কর্মকাণ্ডের সঙ্গে একমত হতে পারছিলেন না সুভদ্রা। তাই বিজেপির সদস্যপদ থেকে ইস্তফা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার জনপ্রিয় এ অভিনেত্রী। ২০১৩ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুভদ্রা মুখোপাধ্যায়। তিনি বলেন, নরেন্দ্র মোদির যে ভাবনা দেখে আমি প্রলুব্ধ হয়ে রাজনীতিতে এসেছিলাম, সেগুলো আর দেখতে পাচ্ছি না… সব বিধ্বংসী লাগছে! ২০১৯-এর পরে সব বদলে গেছে। দিল্লির মতো পশ্চিমবঙ্গেও দাঙ্গার আশঙ্কা প্রকাশ করে সাবেক এই বিজেপি নেত্রী বলেন, দিল্লিতে যেভাবে হিংসা ছড়াচ্ছে, আগামীকাল যে কলকাতায় হবে না, তা কেউ জোর দিয়ে বলতে পারবে না। আজ যেমন দিল্লিতে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দেয়া হচ্ছে, ভোটের আগে যদি কলকাতায় এমন ঘটে, তাহলে ঠেকাবে কে? আজ একটা সম্প্রদায় হুমকি দিচ্ছে, কাল অন্যরা দেবে। এভাবেই চলতে থাকবে। সুভদ্রা বলেন, আজ যা হচ্ছে, তা মেনে নিতে পারছি না। সিএএ-তে বলা হচ্ছে যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানে ১৪ লাখ হিন্দু রয়েছে, তারা অসহায়। আমরা সাগ্রহে তাদের অ্যাকসেপ্ট করব। কিন্তু তার জন্য ১৩৫ কোটি মানুষ, যারা অলরেডি ইন্ডিয়ান, তাদের বিপদে ফেলব? তাদের কাগজ দেখাতে বলব? তারা ভোট দিয়েছে বলেই তো বিজেপি সরকারে এসেছে। যারা ভোট দিয়ে সরকারে আনল, তাদেরই দেশের বাইরে পাঠাব। তাদের আইডেন্টিটি যদি ইনভ্যালিড হয় তাহলে তো ভোটও তো ইনভ্যালিড। সেই ভোটে নির্বাচিত সরকারও ইনভ্যালিড। চোর ধরতে গিয়ে বাড়ির লোককেই বাড়ি থেকে বার করে দেব, দেশে যুদ্ধ লাগিয়ে দেব, তাহলে দেশের উন্নতি হবে কী করে? কলকাতার এ অভিনেত্রী জানান, তার মতো অনেকেই এখন বিজেপির ওপর ক্ষুব্ধ। শিগগিরই তার মতো আরও কয়েকজন দল ছেড়ে বেরিয়ে আসতে পারে বলে মনে করেন তিনি। সূত্র: কলকাতা ২৪x৭
×