ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিয়ান বিমান হামলায় ২৯ তুর্কি সেনা নিহত

প্রকাশিত: ২৩:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০২০

সিরিয়ান বিমান হামলায় ২৯ তুর্কি সেনা নিহত

অনলাইন ডেস্ক ॥ ইদলিব প্রদেশে সিরিয়ান সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ২৯ জন তুর্কি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৬ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। তুরস্কের হাতই প্রদেশের গভর্নর রাহমি দোগানের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন। সম্প্রতি ইদলিবে সেনা মোতায়েনের পর এটাই সবচেয়ে বড় হামলা। হামলার পর তুরস্কের যোগাযোগ পরিচালক ফাহের্তিন আলটুনের এক বিবৃতিতে বলেছেন এ হামলার প্রতিশোধ নেওয়ার বার্তা দিয়েছেন। তবে তুরস্কের বিবৃতি ও অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি সিরিয়ান সরকার। ২০১৮ সালে আঙ্কারা-মস্কোর চুক্তির অংশ হিসেবে সিরিয়ায় এ তুর্কি সৈন্য মোতায়েন রয়েছে। তবে রাশিয়া সমর্থিত সিরিয়ান সরকার ইদলিবে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। গত কয়েক সপ্তাহের সহিংসতায় ইদলিব ও আলেপ্পো ছেড়েছে প্রায় ৭০ লাখ মানুষ। মারা গেছে কয়েকশ বেসামরিক জনগণ। এমনটাই বলছে জাতিসংঘ।
×