ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে চার চাঁদাবাজ আটক

প্রকাশিত: ১৩:০২, ২৮ ফেব্রুয়ারি ২০২০

  রাজধানীতে চার চাঁদাবাজ আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুর এলাকার শুকুর মিয়ার (২১) অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চার চাঁদাবাজকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। আটকরা হলেন আশিক (২০), সোহেল রানা (২১), সাগর (২৩) ও ফরিদ মোল্যা (২৭)। র‌্যাব-২ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর এইচএম পারভেজ আরেফিন জানান, ভুক্তভোগী শুকুরের অভিযোগে বুধবার রাতে র‌্যাব-২ এর একটি দল মোহাম্মদপুর আদাবর এলাকায় অভিযান চালিয়ে চার চাঁদাবাজকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ডেগার, দুটি ছুরি, একটি চাকু, পাঁচটি মোবাইল ফোন, পাঁচটি সিমকার্ড ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়। পারভেজ আরেফিন বলেন, ভুক্তভোগী পেশায় একজন লেগুনা চালক। তিনি স্বল্প আয়ের মানুষ এবং এ দিয়েই তার সংসার চলে। কিছুদিন ধরে আটক ব্যক্তিরাসহ আরও ২-৩ ভিকটিমের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তাকে লেগুনা চালাতে দেয়া হবে না ও খুন করে ফেলবে বলেও হুমকি দিয়ে আসছিল আসামিরা। আটকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।
×