ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

প্রকাশিত: ১২:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০২০

করোনা নিয়ে গুজব  না ছড়ানোর আহ্বান

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে নভেল করোনাভাইরাস নিয়ে আতঙ্ক সৃষ্টি ও গুজব না ছড়ানোর জন্য প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইনসহ সকল ধরনের গণমাধ্যম, সকল সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বডুয়া এই আহ্বান জানান। এতে বলা হয়, বিএসএমএমইউতে চিকিৎসাধীন বস্ত্র ও পাটমন্ত্রী মন্ত্রী গোলাম দস্তগীর গাজী নভেল করোনাভাইরাস বা কোভিড-নাইনটিনে আক্রান্ত নন। তাই, এ সংক্রান্ত মিথ্যা বা ভুল তথ্য দিয়ে গুজব না ছাড়ানো ও আতঙ্ক সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়। বর্তমানে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডাঃ সৈয়দ আতিকুল হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বক্ষব্যাধি বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেছেন যে, মন্ত্রী গোলাম দস্তগীর গাজী নভেল করোনাভাইরাস বা কোভিড-নাইনটিনে আক্রান্ত নন।
×