ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনালে চার দল চূড়ান্ত

প্রকাশিত: ০৯:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২০

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনালে চার দল চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেনছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক ও বালিকা অনুর্ধ-১৭) ফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগ টাইব্রেকারে ৪-৩ গোলে ময়মনসিংহ বিভাগকে হারিয়ে ফাইনালে ওঠে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। দিনের অন্য সেমিতে বরিশাল বিভাগ ২-০ গোলে খুলনা বিভাগকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিতে খুলনা বিভাগ ৪-১ গোলে চট্টগ্রাম বিভাগকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা বিভাগ ১-০ গোলে রংপুর বিভাগকে হারিয়ে ফাইনালে উঠে। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ এবং বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে খুলনা বিভাগ ঢাকা বিভাগের মোকাবেলা করবে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×