ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিদে রাপিড রেটিং স্কুল দাবা প্রতিযোগিতা

প্রকাশিত: ০৮:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২০

ফিদে রাপিড রেটিং স্কুল দাবা প্রতিযোগিতা

স্পোর্টস রিপোটার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন এয়ার কন্ডিশনার ফিদে রাপিড রের্টিং স্কুল দাবা প্রতিযোগিতার খেলা আগামীকাল শুক্রবার সকাল ১০টা হতে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ ক্রীড়া কক্ষে শুরু হবে। খেলা শুরুর পূর্বে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও গেমস এবং ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। সকল স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহী দাবা খেলোয়াড়রা শুক্রবার সকাল ১০টার পূর্বে এন্ট্রি ফিসহ খেলার কক্ষে নাম জমা দিতে পারবে। প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের নগদ অর্থ ও ওয়ালটন সামগ্রী পুরস্কার দেয়া হবে।
×