ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাল স্পার্টানের ‘বসুন্ধরা’ পরীক্ষা ...

প্রকাশিত: ০৮:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২০

কাল স্পার্টানের ‘বসুন্ধরা’ পরীক্ষা ...

স্পোর্টস রিপোর্টার ॥ ছয় বছর বিরতির পর আবারও গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল বহুল প্রতীক্ষিত মহিলা ফুটবল লীগের তৃতীয় আসর। তবে কমলাপুর স্টেডিয়ামে দু’দিন খেলা হতেই আবারও চার দিনের জন্য বন্ধ হয়ে যায় খেলা। কারণ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অ-১৭ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা। এই আসরে যারা অংশ নিচ্ছে তারা অধিকাংশই আবার মহিলা ফুটবল লীগেরও খেলোয়াড়। ফলে লীগ বন্ধ না করে কোন উপায় ছিল না বাফুফের। যাহোক, কাল থেকে আবারও মাঠে গড়াচ্ছে লীগের খেলা। দুপুর ৩টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসিকে পড়তে হচ্ছে কঠিন পরীক্ষায়। কেননা এই ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী-শিরোপার দাবিদার বসুন্ধরা কিংস। ২২ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনের ঢাকার উত্তরার ক্লাব বেগম আনোয়ারা স্পোর্টিংকে ১২-০ গোলে শোচনীয়ভাবে হারিয়ে শুভসূচনা করেছিল বসুন্ধরা কিংস। এখন পর্যন্ত লীগে মোট ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গ এফসি ছাড়া সাত দলের প্রত্যেকেই একটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে বড় জয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা। তাদের সমান পয়েন্ট ও সমান গোলগড় নিয়ে যৌথভাবে একই স্থানে আছে নাসরিন স্পোর্টস একাডেমি। বসুন্ধরার মতোই প্রতিপক্ষের জালে তারাও দিয়েছে ১২ গোল। সর্বোচ্চ ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন এই দুই ক্লাবের দুই স্ট্রাইকার। একজন বসুন্ধরার কৃষ্ণা রানী সরকার। অন্যজন নাসরিনের আকলিমা খাতুন। ‘স্পার্টান’ শব্দের বাংলা অর্থ হচ্ছে কষ্টসহিষ্ণু ব্যক্তি। আজকের ম্যাচে ফেভারিট বসুন্ধরার বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করে কষ্ট সহ্য করে কোন পয়েন্ট কুড়িয়ে তাক লাগাতে পারবে কি তারা? সেটাই এখন দেখার বিষয়।
×