ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১০০ অস্বচ্ছল শিক্ষার্থীকে বাইসাইকেল দিবে ডাকসু

প্রকাশিত: ০৮:০০, ২৭ ফেব্রুয়ারি ২০২০

১০০ অস্বচ্ছল শিক্ষার্থীকে বাইসাইকেল দিবে ডাকসু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাইসাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। সেই স্মৃতিকে ধারণ করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একশ’ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু)। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ১ম বর্ষের একশ’ শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হবে। আগামী ৮ মার্চ ডাকসুর উদ্যোগে বাইসাইকেলগুলো বিতরণ করা হবে। ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চেীধুরী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অস্বচ্ছল শিক্ষার্থীদের কাছে আবেদনের আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে ৬৯৮ শিক্ষার্থী আবেদন করেছেন বলে জানান তিনি, যেখানে নারী শিক্ষার্থী রয়েছে ৭২ জন। সাদ বিন কাদের চৌধুরী জানান, ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনে জাতির পিতার বাহন ছিল বাইসাইকেল। তিনি বাইসাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। বঙ্গবন্ধুর নিজ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একশ’ অস্বচ্ছল শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করবে। যমুনা অয়েল কোম্পানীর আর্থিক সহযোগিতায় সাইকেল বিতরণ করা হবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর প্রায় ছয় হাজার শিক্ষার্থী ভর্তি হয়। যাদের অনেকেই জীবন সংগ্রামের কঠিন পথ পাড়ি দিয়ে এখানে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর তাদেরকে ঢাকা শহরে জীবিকা অর্জনের মধ্য দিয়ে পড়ালেখা চালিয়ে যেতে হয়। অস্বচ্ছল এই শিক্ষার্থীদের জীবন সংগ্রামের গল্পটা কিছুটা হলেও সুখকর হবে ডাকসু থেকে দেয়া এই উপহারের কারণে। এতগুলো আবেদন থেকে একশ’ শিক্ষার্থী বাছাই করার প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আবেদন ফরমগুলো সংশ্লিষ্ট হলগুলোতে পাঠানো হবে। স্ব স্ব হল ছাত্র সংসদ সেগুলো যাচাই-বাছাই করে সুপারিশ করবে। শেষ ধাপে শিক্ষকদের সহযোগিতায় চূড়ান্ত নির্বাচন করা হবে জানান তিনি।
×