ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে রূপালী ব্যাংকের ৫৭৩ তম শাখা উদ্বোধন

প্রকাশিত: ০৬:৫৯, ২৭ ফেব্রুয়ারি ২০২০

মুন্সীগঞ্জে রূপালী ব্যাংকের ৫৭৩ তম শাখা উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় রূপালী ব্যাংকের ৫৭৩ তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১ টার দিকে সিরাজদিখান বাজারে অনলাইন ব্যাংকিং সুবিধা সম্বলিত নতুন এ শাখাটি ফিতা ও কেকে কেটে উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়, রূপালী ব্যাংক লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান, ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম সঞ্চিয়া বিনতে আলী, সিরাজদিখান সহকারী কমিশনার ভূমি আহমেদ সাব্বির সাজ্জাত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, রূপালী ব্যাংকের ৫৭৩ তম শাখা এটার একটি বিশেষ গুরুত্ব থাকবে, কারণ এটা মুজিববর্ষে উদ্বোধন করছি। ব্যাংক আপনাদের সেবার জন্য যাতে আপনাদের দৌরগড়ায় এই সেবাটা পৌছায়। কারণ, আপনারা জানেন একসময় স্বাধীনতার পূর্বে এত ব্যাংক ছিলনা। বঙ্গবন্ধু স্বাধীনতার পর সেই ব্যাংক গুলোকে রাষ্ট্রীয়করণ করেন এবং জনগণের সার্থেই এই কাজগুলো করেন। জাতির পিতাই এই চারটা ব্যাংকের নাম দিয়েছে সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী কাজেই প্রত্যেকটা নামের অসম্ভব তাৎপর্য রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় গরিবদের সাবলম্বী করার জন্য শুরু থেকেই বিভিন্ন ভাতা প্রদান করে আসছে।
×