ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে ভাষা সৈনিকের ফলক ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৫৯, ২৭ ফেব্রুয়ারি ২০২০

পটুয়াখালীতে ভাষা সৈনিকের ফলক ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীর ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধকালীন সংগ্রাম পরিষদের অন্যতম সংগঠক ও সাবেক এমপি, ন্যাপ প্রয়াত নেতা সৈয়দ আশরাফ হোসেনের স্মৃতিফলক ভেঙ্গে ফেলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধ অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ন্যাপ ও কমিউনিষ্ট পার্টি বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনের সাথে একাত্মততা ঘোষণা করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি রাতে ভাষা সৈনিক সৈয়দ আশরাফ হোসেনের গ্রামের বাড়ী বাউফলের ধুলিয়ায় তার কবরের পাশে স্মৃতি ফলটি দূর্বৃত্তরা ফেঙ্গে ফেলে।
×