ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সালমান শাহর মৃত্যু ॥ প্রতিবেদন দেখলেন বিচারক

প্রকাশিত: ০২:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০২০

সালমান শাহর মৃত্যু ॥ প্রতিবেদন দেখলেন বিচারক

অনলাইন রিপোর্টার ॥ চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যুর মামলায় পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান প্রতিবেদনটি দেখেছেন বলে স্বাক্ষর করেন। আগামী ৩০ মার্চ মামলাটির তারিখ ধার্য আছে। ওই দিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সিরাজুল ইসলাম বাবুল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট শাখায় ৬০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন। ২০১৬ সালের ৬ ডিসেম্বর আলোচিত এ মামলাটি তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন আদালত। এর আগে বিচার বিভাগীয় তদন্তের ওপর নারাজির পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকা সিএমএম আদালত র‌্যাবকে মামলাটি আবারো তদন্তের নির্দেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ রিভিশন করলে র্যাবকে দেয়া তদন্তের আদেশ বেআইনি ঘোষণা করা হয়। সালমান শাহ হত্যা মামলার আসামিরা হলেন- আজিজ মোহাম্মদ ভাই, সামিরা হক, লতিফা হক লুসি, রেজভী আহমেদ ওরফে ফরহাদ, নজরুল শেখ, ডেভিড, আশরাফুল হক ডন, রাবেয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াইদ, আবুল হোসেন খান ও মনোয়ারা বেগম। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে ঢাকার নিজ বাসায় তার শয়নকক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
×