ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা বারে দ্বিতীয় দিনের ভোট চলছে

প্রকাশিত: ০১:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা বারে দ্বিতীয় দিনের ভোট চলছে

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫ টা পর্যন্ত। এর মাঝে ১ ঘণ্টা বিরতি থাকবে। এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত প্রথম দিনের ভোটগ্রহণ চলে। প্রথমদিনে ভোট পড়েছে ৩,৭৮০টি। এবার ভোটাধিকার প্রয়োগ করবেন ১৮ হাজার ১৫০ জন। এরপর নির্বাচন কমিশন ভোটের ফলাফল ঘোষণা করবেন। নির্বাচনে ২৩ পদের বিপরীতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ভোটে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সিনিয়র অ্যাডভোকেট মুন্সি ফখরুল ইসলাম। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য কাজ করছেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা প্যানেল) সভাপতি পদে মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদকে মো. আহসান তারিক প্রার্থী হয়েছেন। অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) সভাপতি পদে মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদকে হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাদা প্যানেলে অপর প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মো. আবদুল কাদের, সহ-সভাপতিতে মো. ইমাম হোসেন মঞ্জু, ট্রেজারারে মো. আনিসুর রহমান আনিস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদকে এ কে এম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদকে সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, লাইব্রেরি সম্পাদকে মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদকে তাসলিমা আক্তার রীতা, অফিস সম্পাদকে আবা খালেদ মাহমুদ দাইয়ান, ক্রীড়া সম্পাদকে সাইফুল ইসলাম সুমন, সমাজ কল্যাণ সম্পাদকে শায়লা পারভিন পিয়া।
×