ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিলখানা হত্যা

রায়ের অনুলিপি জাতীয় আরকাইভস গ্রন্থাগার অধিদফতরে হস্তান্তর

প্রকাশিত: ১৩:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০২০

রায়ের অনুলিপি জাতীয় আরকাইভস গ্রন্থাগার অধিদফতরে হস্তান্তর

স্টাফ রিপোর্টার ॥ স্থায়ীভাবে সংরক্ষণ ও গবেষণা সেবার জন্য বহুল আলোচিত পিলখানা হত্যা মামলায় হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকীর মাতৃভাষা বাংলায় লেখা ১৬,৫৫২ পৃষ্ঠার ঐতিহাসিক রায়ের অনুলিপি এবার জাতীয় আরকাইভস ও গ্রন্থাগার অধিদফতরে হস্তান্তর করেছে দেশের সর্বোচ আদালত সুপ্রীমকোর্ট। গবেষণামূলক ঐতিহাসিক দলিল হিসেবে ভবিষ্যত প্রজন্মের জন্য সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং সঠিক তাপমাত্রায় পরিচর্যার মাধ্যমে স্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে জাতীয় আরকাইভস ও গ্রন্থাগার অধিদফতরের লিখিত আবেদনের প্রেক্ষিতে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ৩৩টি ভলিউমে রায়ের কপি হস্তান্তর করে সুপ্রীমকোর্ট কর্তৃপক্ষ। এখানে তা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মামলার নথি হিসেবে সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং পরিচর্যা ও গবেষণাসেবা প্রদান করে দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করা হবে।
×