ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রথম দিনে ভোট দিয়েছেন ৩৭৮০ জন

প্রকাশিত: ১১:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২০

প্রথম দিনে ভোট দিয়েছেন ৩৭৮০ জন

কোর্ট রিপোর্টার ॥ ঢাকা আইনজীবী সমিতির ২০২০-২০২১ কার্যকরী বর্ষের নির্বাচনের প্রথম দিন বুধবার তিন হাজার ৭৮০ জন ভোট দিয়েছেন। সকাল নয়টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। আঠারো হাজার ১৫০ ভোটারের মধ্যে বুধবার ৩৭৮০জন দেন। এ তথ্য নির্বাচন কমিশনার নজরুল ইসলাম শামীম নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবারও সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে এ্যাডভোকেট মোঃ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মোঃ আহসান তারিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাডভোকেট মোঃ হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ১০টি সম্পাদকীয় এবং ১১টি সদস্য পদে উভয় প্যানেলে সমান সংখ্যক প্রার্থী রয়েছেন।
×