ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৃষ্টিপাতের ফলে মধ্য ফাল্গুনে হঠাৎ শীতের প্রকোপ

প্রকাশিত: ১১:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২০

বৃষ্টিপাতের ফলে মধ্য ফাল্গুনে হঠাৎ শীতের প্রকোপ

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে বৃষ্টিপাতের কারণে মধ্য ফাল্গুনে এসে হঠাৎ শীতের প্রকোপ বেড়ে গেছে। বিভিন্ন এলাকার ওপর দিয়ে হিমেল হাওয়া বইছে। ফলে উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শীতের প্রকোপ বেড়ে গেছে। এমনকি সকাল ও সন্ধ্যায় খোদ রাজধানীতেও শীত অনুভূত হচ্ছে। তবে আহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা কিছু কমছে। বাতাসে ঠা-া অনুভূতি রয়েছে। সব সমিলিয়ে শীত বাড়লেও তা দুএকদিন স্থায়ী হতে পারে। এরপরই আবার তাপমাত্রা বেড়ে শীতের অনুভূতি কেটে যাবে। সাগরে পশ্চিমা লঘুচাপের সঙ্গে দক্ষিণা বাতাসের সংমিশ্রণের কারণে তিনদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। বুধবার সারাদেশেই হাল্কা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে আজ থেকে আবহাওয়ার এই বিরূপ ভাব কেটে যাবে। এরপর আবারও তাপমাত্রা বাড়বে। মার্চের শুরু থেকে শীত শীত ভাব কেটে যাবে। মধ্য মার্চ থেকে কালবৈশাখীর প্রকোপ বাড়তে পারে। এছাড়া এপ্রিলে বয়ে যেতে পারে তাপপ্রবাহ। চুয়াডাঙ্গা ॥ দুদিন বৃষ্টির পর চুয়াডাঙ্গার ওপর দিয়ে হিমেল হাওয়া বইছে আর আকাশ ঘন কুয়াশাচ্ছন্ন থাকছে। মধ্য ফাল্গুনে হঠাৎ করে শীত নতুন করে ফিরে এসেছে। যানবাহন চলাচল করছে বাতি জ্বালিয়ে। বুধবার সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, আরও কয়েক দিন কুয়াশা ও ঠা-া আবহাওয়া অব্যাহত থাকবে। কলাপাড়া ॥ সাগরপারের জনপদ কলাপাড়ায় বুধবার ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ফের শীত পড়ছে। মানুষ এ কারণে বিপাকে পড়েছেন।
×