ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিমান্ডে পাপিয়া

অপরাধের সব দায় শুধু আমারই

প্রকাশিত: ১১:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২০

অপরাধের সব দায় শুধু আমারই

স্টাফ রিপোর্টার ॥ রিমান্ডের দ্বিতীয় দিনে শামীমা নূর পাপিয়া জানিয়েছে, তার অপরাধের সব দায় শুধু তারই। এজন্য কাউকে দায়ী করতে ইচ্ছুক নন। পাপিয়ার সম্পর্কে দুদক জানিয়েছে, তার সব সম্পদের বিষয়ে তদন্ত করা হবে। সেই অনুসন্ধানে কারও নাম বেরিয়ে আসলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এদিকে পাপিয়ার নির্যাতন ও ব্ল্যাকমেলের শিকার এক যুবক বিমানবন্দর থানায় পাপিয়ার বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ তাকে জানিয়েছে, ঘটনাস্থল যেহেতু নরসিংদী মামলাও করতে হবে সেখানেই। জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা টোকন তালুকদার টিটু পাপিয়ার প্রতিবেশী এক যুবকের কাছে হাজার তিরিশেক টাকা পেতেন। সেই টাকা আনার জন্য টিটু চার বন্ধু নিয়ে সেখানে গেলে তাদের কৌশলে পাপিয়ার বাড়িতে নেয়া হয়। তারপর টিটুকে পাপিয়া শাসাতে থাকে এই বলে- কোন সাহসে নরসিংদীতে টাকার জন্য এসেছিস। তারপর চলে নির্যাতন। এ সময় পাপিয়া তার কাছে উল্টো তিন লাখ টাকা দাবি করে। এক পর্যায়ে একজন যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতার কাছে ফোন করে টোকনের বিষয়ে জানতে চায় পাপিয়া। তখন ওই নেত্রীও পাপিয়াকে নির্দেশ দেন মেরে টোকনের হাড়গুড় ভেঙ্গে দেয়ার জন্য। এ অবস্থায় চরম নির্যাতনের মুখে টোকন বাধ্য হন তার এক ভাইয়ের মাধ্যমে ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে পাপিয়াকে দিতে। এ ঘটনার বিষয়ে জানতে চাইলে বুধবার টোকন বিমানবন্দর থানায় এ প্রতিনিধিকে বলেন, আমার কাছে ব্যাংকের চেকের প্রমাণ রয়েছে। আমি পাপিয়ার বাসায় ওদের কাছে জিম্মি থাকাবস্থায় ফোনে যোগাযোগ করে এক ভাইয়ের মাধ্যমে টাকা নিয়ে দিয়েছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানান, ঘটনাস্থল যেহেতু নরসিংদীতে কাজেই মামলাও করতে হবে সেখানেই। এখানে করার সুযোগ নেই। তবে আমরা এ অভিযোগেরও সত্যতা যাচাই করার জন্য পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করব।
×