ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধুর সারা জীবন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১১:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২০

‘বঙ্গবন্ধুর সারা জীবন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ যে মানুষটি ভালবেসেছিলেন বাংলাকে, বাংলার দুঃখী মেহনতি মানুষকে, যিনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীন সার্বভৌম শক্তিশালী এক সোনার বাংলার, তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জীবন ও কর্ম নিয়ে বই লিখেছেন সাংবাদিক শাবান মাহমুদ। ‘বঙ্গবন্ধুর সারা জীবন’ শীর্ষক এ গ্রন্থের মোড়ক উন্মোচন হয় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বুধবার দুপুরে। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান লাবনী প্রকাশনী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাবনী প্রকাশনীর কর্ণধার ইকবাল হোসেন সানু। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর জীবনাচরণ ছিল খুবই সাধারণ। এই সাধারণ জীবনাচরণের মধ্যদিয়ে তিনি হয়ে উঠেছেন অসাধারণ। তার জীবন নিয়ে সাংবাদিক শাবান মাহমুদের লেখা এই বইটি হাতে পেয়ে খুবই উপকৃত হয়েছি। বঙ্গবন্ধুকে নিয়ে বই লেখা খুবই দুরূহ। আর সেই কাজটি করেছেন শাবান মাহমুদ। বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বই লেখা হয়েছে। কিন্তু লেখকের মুন্সিয়ানা এখানে যে অনেক ছোট্ট কলেবরে সমগ্র বঙ্গবন্ধুকে তুলে এনেছেন। অতি অল্প কথায় যারা বঙ্গবন্ধুকে জানতে চায় তাদের জন্য ‘বঙ্গবন্ধুর সারা জীবন’ গ্রন্থটি অত্যন্ত সহজলভ্য। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করেছেন আমাদের জাতির মুক্তির জন্য। বঙ্গবন্ধুর নেতৃত্বে শুধু বাংলাদেশের স্বাধীনতা এসেছিল তা নয়, তিনি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন। তিনি সব সময় উদাহরণ দিতেন বাংলাদেশকে তিনি জাপানের মতো একটি রাষ্ট্রে রূপান্তর করবেন। স্বাধীনতার পর বাংলাদেশকে পুনর্গঠিত করে যখন বঙ্গবন্ধু সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে হত্যা করে স্বাধীনতাবিরোধীরা। বঙ্গবন্ধুর হত্যাকা- প্রকৃতপক্ষে একজন ব্যক্তির হত্যাকা- নয়, এটা বাংলাদেশ রাষ্ট্রকে হত্যা করার একটি অংশ। বঙ্গবন্ধুকে হত্যার পর রাষ্ট্রের নাম বদলে রাখা হয় ‘বাংলাদেশ ইসলামিক প্রজাতন্ত্র রাষ্ট্র’। এবং জাতীয়সঙ্গীত পরিবর্তনেরও অপচেষ্টা করা হয়েছিল। একইসঙ্গে বাংলাদেশ বেতারসহ অনেক কিছুর নাম পরিবর্তন করা হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের খাতায় নাম লেখাতে পারত। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা তার স্বপ্নপূরণে অনেক দূর এগিয়ে গিয়েছি। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। রাজনৈতিক নেতৃত্বের ঢাল হিসেবে যারা ফয়দা লুটতে চায় তাদের কিছু লোক আওয়ামী লীগে ঢুকে পড়েছে। আমাদের এসব অনুপ্রবেশদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কোন দলের বা মতের এটা বিচার না করে যারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। এই অভিযান অব্যাহত থাকবে। বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশ কল্পনা করেছিলেন আমরা দেশকে সেই জায়গায় নিয়ে যেতে চাই। বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা বই ‘বঙ্গবন্ধুর সারা জীবন’ শাবান মাহমুদের সাংবাদিকতা জীবনের বড় অর্জন। বঙ্গবন্ধু তার সারা জীবনটি দিয়ে গেছেন বাংলাদেশের জন্য। আমরা বেশিরভাগ মানুষ নিজের জীবনকে সঁপে দিয়ে থাকি পরিবারের জন্যে অথবা যে পেশায় নিয়োজিত তার জন্য। কিন্তু বঙ্গবন্ধু এমন একজন ব্যক্তি যার সারা জীবনকে উৎসর্গ করেছেন এদেশের মানুষের জন্যে। এমনকি তার পরিবারের জন্যও তিনি তেমন কিছু করেননি। তেইশটি বছর এদেশের মানুষের জন্য তিনি জেল-জুলুমের মধ্যে কাটিয়েছেন। আজকের যিনি প্রধানমন্ত্রী তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার বিয়ের সময়ও তিনি ছিলেন জেলের ভেতর। তাই প্রমাণ করে তার পরিবারের থেকেও এদেশের মানুষের অধিকার অর্জনে তার ভূমিকা ছিল সর্বাগ্রে। বঙ্গবন্ধু আমাদের দেশের মতো একটি দেশে জন্মেছিল বলে আমরা ভাগ্যবান, আজ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রেরে নাগরিক হওয়ার সৌভাগ্য লাভ করেছি। তিনি শুধু আমাদের একটি রাষ্ট্র উপহার দিয়েছেন তাই নয়, তিনি আমাদের একটি জাতি সত্ত্বার পরিচয় দিয়েছেন। বাংলা ভাষাভাষি মানুষ পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গেও আছে। কিন্তু তারা সে জাতি নন। আমরা বাংলাদেশের নাগরিক এবং বাঙালী জাতি সত্ত্বার অধিকারী এই গৌরব তিনি আমাদের এনে দিয়েছেন। আমরা সবাই জানি এটা হচ্ছে ভাষার মাস। সালাম, বরকত, জব্বারের মতো শহীদরা বুকের রক্ত দিয়ে এই ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আশফাক রহমান, শাবান মাহমুদের বড় ভাই টুলু বিশ্বাস, সাংবাদিক নূরুল কবির নয়ন ও গাউছ মিয়া প্রমুখ।
×