ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিরাপত্তাহীনতার কথা স্বীকার দোভালের

প্রকাশিত: ০৯:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২০

নিরাপত্তাহীনতার কথা স্বীকার দোভালের

ভারতের উত্তর-পূর্ব দিল্লীতে নাগরিকদের মধ্যে নিরাপত্তার কথা স্বীকার করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি বলেছেন, সব সম্প্রদায়ের ভীতি দূর করতে চান তারা। সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নাগরিকদের মধ্যে নির্দিষ্ট পরিমাণে নিরাপত্তাহীনতা আছে। আমরা সব সম্প্রদায়ের ভেতর থেকে আতঙ্ক দূর করে দিতে চাই। দোভাল বলেন, ‘সব দুর্বৃত্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব। দিল্লী রাস্তায় কাউকে অস্ত্র হাতে ঘোরাঘুরি করতে দেয়া হবে না। তিনি সহিংসতায় কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, মাঠপর্যায়ে যথেষ্ট ফোর্স আছে। কারো ভীত হওয়া উচিত নয়। রবিবার থেকে নাগরিকত্ব সংশোধন আইনকে কেন্দ্র করে সহিংসতার আগুনে জ্বলছে দিল্লী। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। এ অবস্থায় গত রাতে ওই এলাকা সফর করেছেন অজিত দোভাল। তিনি বলেছেন, যেসব নাগরিক আইন মেনে চলবেন তাদের কেউ কোনোরকম ক্ষতি করতে পারবে না। তিনি আরও বলেন, দিল্লী পুলিশের সক্ষমতা ও উদ্দেশ্য নিয়ে লোকজনের সংশয় আছে। এ বিষয়টি দেখা উচিত। ইউনিফর্ম পরা মানুষগুলোর ওপর আস্থা রাখতে হবে মানুষকে। উল্লেখ্য, সহিংসতা যখন সৃষ্টি হয় তখন কার্যকর ব্যবস্থা না নেয়ার কারণে কড়া সমালোচনা হচ্ছে দিল্লী পুলিশের। তারা মাঠপর্যায়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেনি বলেও সমালোচনা হচ্ছে। এর প্রেক্ষিতে উত্তর-পূর্বাঞ্চলীয় সিলামপুর, জাফরাবাদ, মৌজপুর এবং গোকুলপুরি চক সফর করেন দোভাল। -এনডিটিভি
×