ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দিল্লী দাঙ্গা ॥ সেনা মোতায়েন দাবি কেজরিওয়ালের

প্রকাশিত: ০৯:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২০

দিল্লী দাঙ্গা ॥ সেনা মোতায়েন দাবি কেজরিওয়ালের

দিল্লী পরিস্থিতিকে উদ্বেগজনক বলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, পুলিশ সহিংসতা নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে না। তাই সেনা নামানো উচিত। বুধবার সকালে তিনি এ কথা বলেন। এর আগের দিন তিনি সাক্ষাত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। কেজরিওয়াল বুধবার পরামর্শ দেন সেনাবাহিনী নামানো উচিত। সকালে এক টুইটে তিনি বলেছেন, ‘আমি গত রাতে বিপুলসংখ্যক মানুষের সঙ্গে যোগাযোগ করেছি’। এনডিটিভি। কেজরিওয়াল লেখেন পরিস্থিতি উদ্বেগজনক। সব চেষ্টা সত্ত্বেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে না। তাই সেনাবাহিনী নামানো উচিত। সহিংস এলাকাগুলোতে অবিলম্বে কারফিউ দেয়া উচিত। এ নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখছি। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে জেএনইউ, এলামনাই এ্যাসোসিয়েশন অব জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং জামিয়া কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা তার বাড়ির সামনে বিক্ষোভ করেন। তারা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাত করতে চান। সহিংসতা উস্কে দেয়া ব্যক্তিদের এবং অপরাধীদের বিচার দাবি করেন তারা। রাত সাড়ে তিনটায় দিল্লী পুলিশ তাদের ওপর জলকামান ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×