ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম ॥ এবার মেয়েদের জন্য ফুটবল লীগের আয়োজন করল সৌদি

প্রকাশিত: ০৯:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২০

অ ন ্য র ক ম ॥ এবার মেয়েদের জন্য ফুটবল লীগের আয়োজন করল সৌদি

মেয়েদের জন্য এই প্রথমবারের মতো কোন ফুটবল লীগের আয়োজন করল সৌদি আরব। এমনিতেই মেয়েদের প্রতি নানান রকম নিয়ম কানুন দেয়া থাকে সৌদিতে। তবে সৌদি কিছু দিন ধরেই মেয়েদের প্রতি আরোপিত নিয়ম শিথিল করছে। সিএনএন। কিছুদিন আগেও সৌদি মেয়েদের জন্য জনসম্মুখে খেলাধুলার প্রতি নিষেধাজ্ঞা ছিল। মেয়েদের আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করার অনুমতি দেয়ার জন্য বিভিন্ন ক্রীড়া পরিচালনা সংস্থার প্রচ- চাপের মুখে ছিল সৌদি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চাপে ২০১২ সালে সৌদি প্রথমবারের মত কোন মহিলা ক্রীড়াবিদকে অলিম্পিকে অংশগ্রহণের অনুমতি দেয়। সোমবার সৌদি স্পোর্টস ফর অল (এসআফএ) এর প্রেসিডেন্ট প্রিন্স খালেদ বিন আওলিদ বিন তালাল আল সাউদ বলেন, সৌদি মেয়েদের জন্য ফুটবল লীগ আমাদের দেশকে আরও একধাপ এগিয়ে দেবে। আমাদের লক্ষ্য প্রত্যেক খেলোয়াড়কে সুন্দরভাবে গড়ে তোলা যাতে করে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। মেয়েদের ফুটবল বিশ্বকাপের জন্য সৌদিতে কখনো জাতীয় মহিলা ফুটবল দল ছিল না। তবে গত বছর একটি আঞ্চলিক টুর্নামেন্টে মেয়েদের একটি দল সৌদির প্রতিনিধিত্ব করে। সৌদিতে আন্তর্জাতিকভাবে কোন ফুটবল টুর্নামেন্টে মেয়েদের খেলতে না দেয়ার অন্যতম কারণ হলো হিজাব। ২০০৭ সালে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) আরোপিত এক নিয়মে বলা হয় মেয়েরা হিজাব পরে ফুটবল খেলতে পারবে না। অবশ্য এই নিয়ম আবার ২০১২ সালে বাতিল করা হয়। তবে এই নতুন লীগ জাতীয় ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত নয়। প্রথম রাউন্ডের বিজয়ীরা নক-আউট স্টেজে খেলবে তারপর সেখানে থেকে ওয়ার্ল্ড ফুটবল লীগের (ডব্লিউএফএল) চ্যাম্পিয়ন লীগে লড়াই করবে। লীগের বেশির ভাগ খেলা রিয়াদ আর জেদ্দায় অনুষ্ঠিত হবে। মোট পুরস্কারের পরিমাণ ৫ লক্ষ্য সৌদি রিয়াল ধার্য করা হয়েছে।
×