ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেলফিকা-

প্রকাশিত: ০৯:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২০

সেলফিকা-

নিজ ছবি তোলা এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার প্রবণতাকে এক ধরনের মানসিক বৈকল্য বলে চিহ্নিত করেছেন একদল গবেষক। তাঁরা এই ‘রোগের’ নাম দিয়েছেন ‘সেলফাইটিস’। যদিও নিজস্বী তোলার ঝোঁক আদৌ রোগ কিনা, তা নিয়ে বিতর্কের যথেষ্ট অবকাশ আছে। তবে এতে সন্দেহ নেই, দিন দিন এই প্রবণতা মারাত্মক চেহারা নিচ্ছে। যে কোন মুহূর্তে যে কোন জায়গায় নিজের ছবি তুলে ফেসবুকে সেঁটে দাও, একেই বলে ‘স্টেটাস’ দেয়া। স্রেফ বিয়েবাড়ি বা পূজায় ঠাকুর দেখা কিংবা বেড়ানোর সময়ে নয়, আকছার ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে পোস্ট করাটাও আসক্তির চেহারা নিয়েছে। ছবির সঙ্গে কিছু বাক্যও লেখা থাকতে পারে। তবে তার বানান এবং উচ্চারণ বোঝার ক্ষমতা অনেক সময় নিজ নিজ প্রতিভার ওপর নির্ভর করে। আজ মোবাইলের দৌলতে প্রত্যেকের হাতেই ক্যামেরা। আর তাতেই বাড়ছে বিপদের ঝুঁকি। সম্পতি পবিত্র কাবা ঘরে সেলফি নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ সেলফি পবিত্র হজে গিয়েও মানুষ তুলছে। তাই এই সেলফিকে একটি রোগই বলা যায়। বর্তমান সময়ে আলোচিত হচ্ছে সেলফি নিয়ে। কোন দৃশ্যের সঙ্গে নিজের ছবি স্মার্ট ফোনে ঝুঁকিপূর্ণ করে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আত্মতৃপ্তি পান এক শ্রেণীর যুবক-যুবতী। এতে করে অনেকেই মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করেছেন। সম্প্রতি ট্রেনের সঙ্গে ছবি তুলতে গিয়ে মৃত্যু হয় এক যুবকের। এভাবে এই ব্যাধিতে আক্রান্ত লাখ লাখ উঠতি বয়সী টিনএজ কিশোর-কিশোরীর। নিজের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার নেশা এভাবেই এক ধরনের মৃত্যুফাঁদ হয়ে উঠেছে। কোন দিকে ভ্রƒক্ষেপ না করে শুধু নিজের ছবি নিজের মোবাইলে কেমন দেখাচ্ছে, তাতেই মজে থাকা। যেন সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব! অনেক সময় আগে-পিছু অবস্থান দেখতে মানুষ ভুলে যায় ছবি তোলার উন্মত্ত ঝোঁকে। তার জন্য দুর্ঘটনাও ঘটছে অহরহ। সেলফির ফাঁদে পড়ে বেঘোরে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে গোটা বিশ্বের পাশাপাশি আমাদের দেশে। চলন্ত ট্রেন থেকে ঝুঁকে সেলফি তুলতে গিয়ে কেউ রেলের খুঁটির ধাক্কায় মারা গিয়েছেন। কখনও পাহাড়ের ধাওে সেলফি তুলতে গিয়ে খাদে তলিয়ে গিয়েছেন কেউ। বিষধর সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে নিজের বিপদ ডেকে আনার নজিরও রয়েছে। সেলফির ফাঁদ পাতা ভুবনে, কখন কে মরে তা কে বা জানে! এই ভয়ানক ‘রোগ’ থেকে বাঁচা খুব শক্ত। কারণ নেশা থেকে মুক্তির উপায় নেশাখোররা জানলেও জানতে চায় না। মানসিক রোগের চিকিৎসকেরা দাবি করছেন, অতিরিক্ত সেলফি তোলার সঙ্গে নার্সিসিজম ও আসক্তিরও সম্পর্ক থাকতে পারে। মীরসরাই, চট্টগ্রাম থেকে
×