ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাবি আন্তঃহল এ্যাথলেটিক্সে মুহসীন এবং রোকেয়া হল চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৭:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২০

ঢাবি আন্তঃহল এ্যাথলেটিক্সে মুহসীন এবং রোকেয়া হল চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় ৫১তম আন্তঃহল এ্যাথলেটিকক্স প্রতিযোগিতায় ছাত্র বিভাগে হাজী মুহম্মদ মুহসীন হল এবং ছাত্রী বিভাগে রোকেয়া হল দলগত চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে সূর্যসেন হল এবং ছাত্রী বিভাগে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও কবি সুফিয়া কামাল হল যৌথভাবে দলগত রানার্সআপ হয়েছে। ছাত্র বিভাগে কবি জসীম উদ্দীন হলের সাফিউল আলম ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং হাজী মুহম্মদ মুহসীন হলের আবুল কাশেম ব্যক্তিগত রানারআপ হন। ছাত্রী বিভাগে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের আছিয়া আক্তার ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং শামসুন নাহার হলের সাদিয়া ইসলাম মুনা ব্যক্তিগত রানারআপ হন। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা বুধবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থী এবং কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×