ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে বিআরটি এ’র ৩ দালালকে কারাদণ্ড

প্রকাশিত: ০৪:২৫, ২৬ ফেব্রুয়ারি ২০২০

টাঙ্গাইলে বিআরটি এ’র ৩ দালালকে কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইল বিআরটিএ অফিসে আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে ছয় দালালকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। এর মধ্যে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়াসহ অপর তিনজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান এ দণ্ডাদেশ দেন। এরা হলো- কালিহাতী উপজেলা বেড়ীপটল গ্রামের হাজী আব্দুল মজিদের ছেলে ইসমাইল হোসেন(৪০), একই উপজেলার পাঁচ চারা গ্রামের মৃত. মহিউদ্দিন দেওয়ানের ছেলে আব্দুস ছামাদ দেওয়ান (৫২), সদর উপজেলার নন্দ্রবালা গ্রামের ওসমান গনির ছেলে আইয়ুব আলী রিপন (২৮), দেলদুয়ার উপজেলার পাঁচ বিধমহাটি গ্রামের প্রয়াত অক্ষয় চন্দ্র সরকারের ছেলে বিনয় চন্দ্র সরকার (৪৪), এছাড়াও ঘাটাইল উপজেলা সদরের মৃত. কদ্দুস তালুকদারের ছেলে সেলিম রেজা (৫০) এবং একই উপজেলার মনিদহ গ্রামের রহিচ উদ্দিনের ছেলে এনামুল হক (৫২)। এ সময় তাদের কাছ থেকে বিআরটিএ এর ফরম, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ছবি, ৬টি মোবাইল ফোনস উদ্ধার করা হয়। র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিআরটিএ কার্যালয়ের আশপাশের বিভিন্ন স্থান থেকে সক্রিয় দালাল চক্রের ওই ছয় সদস্যকে আটক করা হয়। পরে রাতে এ ধরণের অপরাধে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইসমাইল হোসেনকে ৪৫ দিন, ছামাদ দেওয়ানকে ৩০ দিন এবং আইয়ুব আলী রিপনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
×