ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুইজারল্যান্ডেও করোনা ভাইরাসের হানা

প্রকাশিত: ২২:৩৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০

সুইজারল্যান্ডেও করোনা ভাইরাসের হানা

অনলাইন ডেস্ক ॥ সুইজারল্যান্ডে প্রথমবারের মতো করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ইতালি সীমান্তের কাছে টিকিনো শহরে করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটির ফেডারেল অফিস অব পাবলিক হেলথ করোনা আক্রান্তের খবর স্থানীয় গণমাধ্যমের সামনে তুলে ধরে। খবর স্যুইসইনফো'র। খবরে বলা হয় আক্রান্ত ব্যক্তির বয়স সত্তরের কাছাকাছি। তিনি ইতালির মিলান শহরে গত ১৫ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে যোগ দেন। গত দুদিন আগে তার মধ্যে করোনার লক্ষণ দেখা দেয়। ফেডারেল অফিস অব পাবলিক হেলথ পরিচালক প্যাসকেল স্ট্রাপলার বলেন, সত্তর বছর বয়সের এই ব্যক্তি তার পরিবারের সঙ্গে থাকেন। তাকে বর্তমানে পৃথক রাখা হয়েছে।
×